Posted onAuthorবঙ্গনিউজComments Off on রিয়াকে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করল এনসিবি
অবশেষে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হল তাঁকে। একটু পরেই তাঁর মেডিকেল টেস্ট করা হবে।