কলকাতা

উদ্বাস্তু কলোনির ২০ হাজার বাসিন্দাদের নিঃশর্ত জমির দলিল দেবে রাজ্য সরকার

১১৯টি উদ্বাস্তু কলোনির ২০ হাজার বাসিন্দাকে নিঃশর্ত জমির দলিল দেবে রাজ্য সরকার । ইতিমধ্যেই একটি তালিকা তৈরির কাজ চলছে । প্রাথমিকভাবে ১৫ হাজার জনের তালিকা তৈরি হয়েছে । রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, উদ্বাস্তু কলোনির ১৫ হাজার বাসিন্দার প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে । আরও ৬ হাজার ৫০০ জনের একটি তালিকা তৈরি করা হবে । এই ১১৯টি কলোনির বেশিরভাগই শরণার্থী । ২০১৯-র ডিসেম্বরে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী আইন । দেশের ধর্মনিরপেক্ষতাকে এই আইন আঘাত করছে বলে সরব হন বিরোধীরা । দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিকপঞ্জি, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখান অনেকে । সেই সময়ই রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয় । এরপরই রাজ্য সরকার জানায়, উদ্বাস্তুরা সকলেই নাগরিক । এবং ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তরফে তাদের নিঃশর্ত জমির দলিল প্রদান করতে পদক্ষেপ করা হয় । জানানো হয়, রাজ্যে সব উদ্বাস্তু কলোনিকেই আইনি স্বীকৃতি ও উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল দেওয়া হবে ।