উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় ফের আরও একবার উত্তপ্ত হয়ে উঠল দেশ। এক দলিত তরুণীকে গণধর্ষণ করে তাঁকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। মঙ্গলবারই দিল্লির সফদরজঙ্গ মৃত্যু হয়েছে ওই তরুণীর। এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তিনি জানান, যে হাথরাসের গণধর্ষণে আক্রান্ত তরুণীকে প্রথমে কিছু জন্তু মিলে ধর্ষণ করে এরপর তাঁকে পুরো সিস্টেম মিলে ধর্ষণ করে। অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্য করার আগে তরুণীর পরিবার অভিযোগ জানিয়েছিল যে আক্রান্তের মৃত্যুর রাতেই পুলিশ তাদের শেষকৃত্য করার জন্য চাপ দেয়। প্রসঙ্গত, ১৫ দিন আগে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল। বুধবার খুব ভোরে ওই তরুণীকে সমাধিস্থ করা হয়। যদিও স্থানীয় পুলিশ জানিয়েছে যে পরিবারের ইচ্ছানুযায়ী ওই তরুণীকে সমাধি দেওয়া হয়। বুধবার অরবিন্দ কেজরিওয়াল হিন্দিতে টুইট করে বলেন, ‘হাথরাসের আক্রান্ত তরুণীকে প্রথমে কিছু জন্তুরা মিলে ধর্ষণ করে এবং মঙ্গলবার পুরো সিস্টেম মিলে ধর্ষণ করে তাঁকে আবারও। পুরো ঘটনাটি সত্যিই খুব যন্ত্রণাদায়ক।’ ১৯ বছরের তরুণীর এই মৃত্যু গোটা সমাজ, দেশ ও সরকারের লজ্জা বলে জানান কেজরিওয়াল এবং তিনি অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেছেন।