বাবরি মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত। দীর্ঘ ২৮ বছর পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হল লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে। আদালতের পর্যবেক্ষণ, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না। এই মর্মে বিচারক সুরেন্দ্রকুমার যাদব বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি , মুরলি মনোহর যোশী , উমা ভারতী , কল্যাণ সিংসহ ৩২ অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন ।সমস্ত অভিযুক্তকেই খালাস করল আদালত। বিচারকের যুক্তি এই ধ্বংসলীলা পূর্বপরিকল্পিত ছিল না। তথ্যপ্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেওয়া হল সমস্ত অভিযুক্তকেই।