দেশ

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর, মৃত ৩

মণিপুরে নতুন করে হিংসা ছড়াল। আজ সকালে কাংপোকপি জেলায় ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে, ইরেং ও কারাম ভাইফেই গ্রামের মাঝামাঝি এলাকায়। জনাকয়েক দুষ্কৃতী অতর্কিতে হামলা চালিয়ে নিরীহ গ্রামবাসীদের হত্যা করেছে বলে খবর।