দেশ ভাইরাল

উদ্বোধনের ১৬ দিন পরেই ডুবে গেল মেট্রো স্টেশন

ডুবে গেল মেট্রো স্টেশন। রাতভর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই। ভেঙে গিয়েছে শহরের ১০৭ বছরের বৃষ্টিপাতের রেকর্ড। মে মাসে গত ১০৭ বছরে এতটা বৃষ্টিপাত আর হয়নি। এই অবিরাম বৃষ্টিতে ডুবে গেল আচার্য আত্রে চক ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। গত ১০ মেই চালু হয়েছিল এই মেট্রো স্টেশনটি। বান্দ্রা জেলার কুরলা কমপ্লেক্স এবং ওরলি স্টেশনের মধ্যে অবস্থিত এই স্টেশনটি বাণিজ্যিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুম্বই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা এমএমআরসিএল জানিয়েছে, ‘অপ্রত্যাশিত কারিগরি সমস্যার কারণে, মেট্রো লাইন-৩-এ ট্রেন পরিষেবা সাময়িক ভাবে কমিয়ে দেওয়া হয়েছে এবং আচার্য আত্রে চক-এর পরিবর্তে শুধুমাত্র ওরলি স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করছে।’ তারা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ওরলি এবং আচার্য আত্রে চকের মধ্যে ট্রেন পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। এমএমআরসি আরও জানিয়েছে, সোমবার হঠাৎ করে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলেই আচার্য আত্রে চক স্টেশনের নির্মাণাধীন প্রবেশ-প্রস্থান কাঠামোয় জল জমে যায়। তাদের দাবি, পার্শ্ববর্তী এক জায়গা থেকে হঠাৎ করে জল আসার ফলে প্রবেশ-প্রস্থানের কংক্রিটের জল-ধারণকারী প্রাচীর ভেঙে পড়ার ফলে এই ঘটনা ঘটেছে। তারা আরও বলেছে, যে জল ঢুকেছে, সেই অংশটির নির্মাণকাজ এখনও চলছে। জনসাধারণ জন্য সেই জায়গাটি এখনও খুলে দেওয়া হয়নি। যদিও ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে প্ল্যাটফর্মই ভাসছে জলে। তাতে পা ডুবিয়েই ট্রেনের জন্য অপেক্ষা করছেন সাদারণ মানুষ। উপরের সিঁড়ি এবং এসক্যালেটর থেকে ঝর্নার মতো জল ঝরছে নীচে। সিঁড়ি দিয়ে নামা জলের স্রোত পেরিয়েই ঝুঁকি নিয়ে ওঠানামা করছেন সাধারণ মানুষ।