জেলা

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে হট্টগোল বিজেপি নেতার, চড় মারলেন তৃণমূল কর্মী, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি ঘিরে উত্তর ২৪ পরগনার ইছাপুরের নীলগঞ্জ পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনা। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অভিযোগ জানাতে গিয়ে এক তৃণমূল কর্মীর কাছে আক্রান্ত হন স্থানীয় বাসিন্দা সাগর বিশ্বাসকে। সাগরের দাবি, তিনি স্থানীয় মন্দির কমিটির সদস্য। সেই মন্দির সংক্রান্ত কিছু বিষয়ে কথা বলতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। এই ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে কী অভিযোগ জানাতে গিয়েছিল সাগর, তাঁর আসল পরিচয়ই বা কী সে বিষয়ে শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, সগর বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি। তাঁকে মারধরের প্রতিবাদে বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ করে বিজেপি সমর্থকরা। সুভাষনগর মোড়ে এখনো অবরোধ চলছে। টায়ার জ্বালিয় পথ আটকে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, অভিযুক্ত ওই তৃণমূল সমর্থককে উপযুক্ত শাস্তি দিতেই হবে। এদিন সকালে এলাকায় উপস্থিত হন মন্ত্রী রথীন ঘোষ। সেখানেই গ্রামের রাস্তা, পানীয় জল এবং আবাস যোজনায় ঘর পাওয়ার সমস্যা নিয়ে গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনছিলেন মন্ত্রী। সেখানেই স্থানীয় একটি মন্দির কমিটির কয়েক জন সদস্য নিজেদের দাবিদাওয়া নিয়ে আসে। সেখানে সাগরও উপস্থিত হন। অভিযোগ, তখনই তাঁর উপর হঠাৎই চড়াও হন স্থানীয় এক তৃণমূল কর্মী। জনসমক্ষে

চড় মেরে ধাক্কা দিতে দিতে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এরপরই সরব হন সাগর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা হইচই শুরু করেন। মন্ত্রী রথীন ঘোষ আসরে নামেন। বিজেপি নেতার মুখ থেকে গোটা ঘটনা শোনেন। এরপর তাঁর হাত ধরে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী। যদিও পরে রথীনবাবু জানান, ওই যুবককে যে চড় মেরেছে সে তৃণমূল কর্মীই নয়। আক্রান্ত বিজেপি নেতা ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিকে ইচ্ছাকৃতভাবে বানচাল করার চেষ্টা করেছে বলেই দাবি মন্ত্রীর। এই ঘটনার প্রতিবাদে বিজেপি বারাসত সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি টিকলু শর্মার নেতৃত্বে বারাসত-বারাকপুর রোড অবরোধ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “অগণতান্ত্রিক একটি দল। এই রাজ্যে গণতন্ত্রের জায়গা নেই। তাই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনারা দেখেছেন নিয়োগকে কেন্দ্র করে কেমন অভিযোগ উঠে এসেছে।