কলকাতা

ভিন রাজ্যে আটকে যাওয়া পড়ুয়া, তীর্থযাত্রী এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এন্ট্রি পাস চালু করল রাজ্য সরকার

রাজ্যের বাইরে আটকে থাকা তীর্থযাত্রী, ছাত্রছাত্রী, চিকিৎসা করাতে যাওয়া ব্যক্তি, পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের ফিরিয়ে আনার পথ সুগম করতে এন্ট্রি পাস চালু করছে নবান্ন। রাজ্য সরকারের ওয়েবসাইট egiyebangla.gov.in-এ আবেদন করলে এন্ট্রি পাস পাওয়া যাবে বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন, এতদিন রাজ্যে আটকে থাকা মানুষদের জন্য এক্সিট পাস চালু ছিল। এন্ট্রি পাস চালুর সঙ্গে সঙ্গে এ রাজ্যের মানুষ যাঁরা বাইরে আটকে রয়েছেন, তাঁদের খুবই সুবিধা হবে। নিজ উদ্যোগে গাড়ি নিয়ে যদি কেউ আসেন, সীমান্তে করোনা প্রোটোকল মেনে তাঁদের রাজ্যে প্রবেশ করানো হবে বলে স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন।