জেলা

হুগলি নদীতে ২টি বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপিতে হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও, অন্যটির বেশিরভাগ অংশ ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে নাবিকসহ ওই জাহাজে থাকা ৯ জনকে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানান জাহাজ এমভি রাফসান হাবিব-৩-এর এক নাবিক। স্থানীয়রা জানান, বাংলাদেশ থেকে আসা একটি খালি জাহাজ ধাক্কা মারে ছাই (ফ্লাই অ্যাশ) বোঝাই করা বাংলাদেশের উদ্দেশে যাত্রা করা অন্য একটি জাহাজকে। ধাক্কায় ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি ডুবতে শুরু করলে সেটিকে ধীরে ধীরে তীরের দিকে আনতে থাকেন নাবিক। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। জাহাজটির প্রায় ৯০ শতাংশ ডুবে যায়। তবে এলাকাবাসীর সহযোগিতায় জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।