কলকাতা

গ্রিভেন্স সেলঃ মানুষের অভিযোগের কতটা নিষ্পত্তি হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের কাছ থেকে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তার কতগুলি নিষ্পত্তি করা হয়েছে? এবার এই বিষয়টি খতিয়ে দেখতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার দুপুর ১২টার সময় নবান্নে সেই উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ যে অভিযোগ জানিয়েছে, তার নিষ্পত্তি কতটা হল, তা দফতরের আধিকারিকদের মুখোমুখি হয়ে জানতে চান মুখ্যমন্ত্রী । তাই ১৫টি দফতরের সচিবদের সোমবারের বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে যে দফতরের সচিবদের মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে কৃষি, স্কুল-শিক্ষা, স্বাস্থ্য দফতরও। সোমবার দুপুর ১২টায় নবান্নে ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ খতিয়ে দেখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।