নেপালে চারবার ভূমিকম্প। কাঁপল দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তরভারতের বেশ কিছু অংশ। কম্পন টের পেতেই আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন লোকজন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে ৪৫ মিনিটের মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। যার মধ্যে রিখটার স্কেলে সবচেয়ে বেশি ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.২। নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ২টো ২৫ মিনিটে মৃদু একটা ভূমিকম্পটি অনুভূত হয়। মাত্রা ছিল ৩.৮। ঘড়ির কাঁটা আরও ২৫ মিনিট পেরতেই ফের আরও একটি কম্পন। এবার বেশ জোরাল। রিখটার স্কেলে তীব্রতা ৬.২। ঠিক তার ১৫ মিনিট পর ৩.৮ মাত্রার কম্পন অনুভূত হয়। এখানেই শেষ নয়। ১৩ মিনিট পর ফের দুলে উঠল মাটি । তখন বেলা ৩টে ১৯। চতুর্থ এই কম্পনের মাত্রা ৩.১। এর জেরে ভারতের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী ৩টে ২৭ মিনিটে অরুণাচল প্রদেশে ৫.২ মাত্রার ও কিছুক্ষণ পরে উত্তরাখণ্ডে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। এনসিএস টুইটারে জানিয়েছে, বেলা ২টো ৫১ মিনিটে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। ভূপৃষ্ঠ থেকে উৎসস্থলের গভীরতা ছিল ৫ কিলোমিটার। এর জেরেই কেঁপে ওঠে দিল্লি ও সংলগ্ন কয়েকটি রাজ্য। সঙ্গে সঙ্গে বাড়ি এবং অফিস ছেড়ে বেরিয়ে আসেন লোকজন। নির্মাণ ভবন থেকে বেরিয়ে আসেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও।