দেশ

মুম্বইয়ে ২টি বহুতল ধস, মৃত ১০

মুম্বইয়ের অভিজাত ফোর্ট এলাকায় ধসে পড়ল ২টি বহুতল। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চাপা পড়ে থাকা অনেককেই উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার বিকেলের দিকে ভেঙে পড়ে এই দুই বহুতল। ভারী বর্ষণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গত দু’দিন ধরে মুম্বইয়ে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। উদ্ধারকারীর দল এখনও উদ্ধারকার্য চালাচ্ছে।