ডাকাতির অভিযোগে গ্রেফতার দুই পুলিশ কর্মী। পুলিসের পরিচয় দিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে সোনা ও রুপোর গহনা ছিনতাইয়ের অভিযোগে হাওড়া সিটি পুলিসের দুই পুলিশ কর্মী গ্রেফতার করল বড়বাজার থানার পুলিশ। এর আগে কলকাতা ও রাজারহাট থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত দুই পুলিশ কর্মীর নাম সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র। রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় বড়বাজার থানার পুলিশ। কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। রাজারহাট থেকে ওই দুই পুলিস কর্মীকে গ্রেফতার করে পুলিশ।