বিদেশ

আলোর উৎসবের ভাসলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, চা চক্রে আমন্ত্রণ এস জয়শঙ্করকে

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে দিওয়ালি উদযাপন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর ৷ দেশবাসীকে জানালেন আলোর উৎসবের শুভেচ্ছা ৷ বিদেশের মাটিতে থেকে তিনি কীভাবে নিজের দেশকে মিস করেন তা দারুণভাবে তুলে ধরেছিলেন ছবিতে ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছিল সেই কালজয়ী গান, ঘর আজা পরদেশী তেরা দেশ বুলায়ে রে… ৷ এই ঘটনাটি কর্মসূত্রে যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য ভীষণ প্রাসঙ্গিক। সেই সূত্র ধরে বিদেশের মাটিতেই ভারতের সংস্কৃতি উদযাপনে ব্যস্ত রইলেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ৷ পরিবারের সঙ্গে আনন্দে ভাসলেন ৷ চা চক্রের বিশেষ আমন্ত্রণ পেয়ে 10 ডাউনিং স্ট্রিটে উপস্থিত হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্করও ৷ সোশাল মিডিয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সেই ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ৷ নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে ৷ পাশাপাশি, ছবি শেয়ার করে ঋষি সুনাক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও ৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দিওয়ালিতে ঋষি সুনাক সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ওঁকে শুভেচ্ছা জানিয়েছি ৷ সময়ের সঙ্গে সঙ্গে ভারত-ব্রিটেনের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে ৷ পাঁচদিনের ব্রিটেন সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ৷ ব্রিটেনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা উঠে আসছে এই সফরে ৷ লর্ডসে আয়োজিত একটি ইভেন্টেও যোগ দেওয়ার কথা জয়শঙ্করের। এছাড়া সোমবার লন্ডনের ভারতীয় হাইকমিশন আয়োজিতন দীপাবলির অনুষ্ঠানেও যোগ দেবেন । শুধু তাই নয়, স্ত্রীকে সঙ্গে নিয়ে দীপাবলিতে লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দিরও পরিদর্শন করেন জয়শঙ্কর ৷অন্যদিকে, ব্রিটেন প্রধানমন্ত্রী সুনাক ও অক্ষতা পরিবারের সঙ্গে আলোর উৎসবে সামিল হন ৷ তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায়, দুই মেয়েকে পাশে নিয়ে প্রদীপ দিয়ে ডাউনিং স্ট্রিটের বাড়ি সাজাচ্ছেন সুনাক-অক্ষরা ৷ রীতি মেনে দিওয়ালিতে দরজার কাছে মাটির প্রদীপ জ্বালাতেও দেখা গেল তাঁদের ৷ সুনাক লেখেন, এই আলো অন্ধকার মুছে দেয় ৷ আশা জোগায় ৷ আমার পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্ত খুব মূল্যবান ৷ পাশাপাশি, দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷