দেশ

বেকারত্ব তালিকায় প্রথম ৫ রাজ্যই বিজেপি শাসিত!

দুই কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরি এবং জম্মু-কাশ্মীরও এই পাঁচ রাজ্যের মতোই বেকারত্বের তালিকার প্রথম দিকে স্থান পেয়েছে। অর্থাৎ জম্মু-কাশ্মীরে ২০১৯ সালের ৫ আগস্ট ঢাকঢোল পিটিয়ে ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলুপ্ত এবং রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দু’বছর পরও সেখানে কর্মসংস্থানে উন্নতি ঘটানো যায়নি। কর্মহীনতায় প্রথম সারিতে থাকা পাঁচ রাজ্যের তালিকায় অবশ্য গোয়ার সঙ্গে যুগ্মভাবে রয়েছে কংগ্রেস শাসিত রাজস্থানও। সিএমআইই রিপোর্টে জুলাই মাসে যে ছ’টি রাজ্য বেকারত্বের প্রথম সারিতে রয়েছে, সেগুলি হল, হরিয়ানা (২৮ শতাংশ), গোয়া ও রাজস্থান (২১ শতাংশ), হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর (১৫ শতাংশ), ত্রিপুরা ও বিহার (১৩ শতাংশ)। পশ্চিমবঙ্গ এবং কেরলে জুলাই মাসে বেকারত্বের হার ৭ শতাংশ। 
কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসার পর নতুন করে প্রায় গোটা দেশেই লকডাউন হয়ে যায় বিচ্ছিন্নভাবে। সেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়ে জুলাই মাস থেকে আবার অনেকটাই স্বাভাবিক হয় অর্থনীতি ও বাণিজ্যিক লেনদেন। তাই মে ও জুন মাসের তুলনায় বেকারত্বের হার জুলা‌ই মাসে কমতে শুরু করেছে। যদি তৃতীয় ঢেউ না আসে, তাহলে আগস্ট মাসে আরও কমতে পারে বেকারত্বের হার। সিএমআইই রিপোর্ট অনুযায়ী, জুলাইয়ে দেশের বেকারত্বের গড় ৭ শতাংশ। তবে শহুরে এলাকায় বেকারত্ব বেশি-৮.৩০ শতাংশ। আর গ্রামীণ অঞ্চলে কর্মহীনতার হার ৬.৩৪ শতাংশ। জুন মাসের তুলনায় জুলাইয়ে বেকারত্বের হার সামান্য কমলেও এই পরিসংখ্যান কিন্তু মোদি সরকারের কাছে স্বস্তির নয়। কারণ, হরিয়ানা কিংবা গোয়ার মতো অর্থনৈতিকভাবে উন্নত রাজ্যগুলিতে কর্মহীনতাই উদ্বেগজনকভাবে বেশি।