কলকাতা

অবশেষে গ্রাম সড়ক যোজনায় বাংলাকে ৫৮৪ কোটি টাকা পাঠাল মোদি সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার নিশানায় চাপে পড়ে অবশেষে গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় আগামী ২০২৫ সালের মধ্যে রাজ্যে আরও ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা রয়েছে। ওই রাস্তা বানাতে খরচ হবে ৫, ৫০০ কোটি টাকা। ওই খরচের প্রথম কিস্তি হিসেবে এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এর আগে সর্বশিক্ষা মিশন অভিযানে রাজ্যকে এক হাজার কোটি টাকা দিয়েছিল মোদি সরকার।