প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি ।মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। করোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশের শ্রী অরবিন্দ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ বিকেল ৫টার সময় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । কয়েকদিন ধরেই জ্বর হচ্ছিল রাহাত ইন্দোরির । রবিবার থেকেই শ্রী অরবিন্দ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । এরপর জ্বর না কমায় গতকাল তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট পজিটিভ আসে ।। মধ্য প্রদেশের ইনদওরের শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এসএআইএমএস-এ পরপর তিনটি কার্ডিঅ্যাক অ্যারেস্ট হয় তাঁর। প্রথমবার অবস্থা স্থিতিশীল হলেও তার পরের দুটি ধাক্কা আর সামলাতে পারেনি কবির দুর্বল শরীর। একথা জানালেন হাসপাতালের ডিরেক্টর বিনোদ ভান্ডারি।বেশ কিছু দিন আগে অসুস্থ হয়ে প্রথমে একটি স্থানীয় নার্সিং হোমে ভর্তি হন কবি। কিন্তু শ্বাসকষ্ট এবং ফুসফুসে সংক্রমণ বাড়তে থাকায় রবিবার তাঁকে এসএআইএমএস-এ স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর ৬০ শতাংশ নিউমোনিয়া ছিল। জানিয়েছেন ভান্ডারি। এছাড়া কবি ডায়াবিটিস, হৃদরোগ এবং হাইপারটেনশনেও ভুগছিলেন।