জেলা

সন্দেশখালি ও হাড়োয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

হাড়োয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। সন্দেশখালি ১নং গোটা ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। বসিরহাটের হাড়োয়া ব্লকের গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হল তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি দুটো পঞ্চায়েত সমিতির আসনও দখল করে নিল‌ তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার নির্দল প্রার্থীদের নমিনেশন প্রত্যাহারের মধ্য দিয়ে জয় পেল তৃণমূল কংগ্রেস। সাতসকালে সবুজ আবির খেলায় মাতলো জয়ী প্রার্থী থেকে শুরু করে তৃণমূল কর্মী- সমর্থকরা। এদিকে গোপালপুর জুড়ে নির্বাচনী বিধি অমান্য করে তৃণমূল কংগ্রেসে বাইক মিছিল করেছে বলে সরব হন বিরোধীরা । পাশাপাশি সন্দেশখালি ১নং ব্লকে গোটা ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল সবকটি গ্রাম পঞ্চায়েত (৮টি), পঞ্চায়েত সমিতির ২৩টি আসন ও জেলা পরিষদের ২ টি আসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে খুশির হওয়া তৃণমূল কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকদের মধ‍্যে। মঙ্গলবার নির্দল প্রার্থীরা মনোয়নপত্র তুলে নেওয়ায় সহজেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় এসে গেল ঘাসফুল শিবিরে।