জেলা

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে উত্তপ্ত বিশ্বভারতী, ঘেরাও-বিক্ষোভ

ফের বিশ্বভারতীতে ঘেরাও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নিরাপত্তাকর্মীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি চলে। পড়ুয়াদের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দিযেছেন স্বয়ং উপাচার্য। মারধরে অনেকে জখম হন। উপাচার্য নাকি নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের দিকে তাক করে গুলি করার নির্দেশ দেন। তাঁর পদত্যাগের দাবিতে ঘেরাও এবং অবস্থান চলছে। পড়ুয়ারা জানান, ছাত্র বিরোধী, শিক্ষক বিরোধী, কর্মী বিরোধী এমন উপাচার্য তাঁরা চান না। তিনি ইস্তফা না দেওয়া পর্যন্ত ঘেরাও চলবে। সেন্ট্রাল অফিসে বিরাট পুলিশ বাহিনী হাজির। উপাচার্যের নির্দেশেই পুলিশ এসেছে বলে দাবি ছাত্রছাত্রীদের। পড়ুয়াদের দাবি, বিগত দিনে উপাচার্যের কাজকর্মের প্রতিবাদে যে সব পড়ুয়া আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাঁদের বেছে বেছে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। কারও থিসিস আটকে দেওয়া হচ্ছে, কারও পরীক্ষা আটকে দেওয়া হয়েছে। এ সবের প্রতিবাদে এদিন তাঁরা কথা বলতে এসেছিলেন। নিরাপত্তাকর্মীরা পড়ুয়াদের বাধা দেন।