কলকাতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা!

দক্ষিণবঙ্গে আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে আজ উত্তরবঙ্গে পাহাড়েও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এছাড়া ২৮ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে আগামী কয়েকদিনে ফের ঠান্ডা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ২৮ ডিসেম্বর উত্তরঙ্গে বৃষ্টি হতে পারে  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। এর মধ্যে কালিম্পঙে শিলাবৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। তবে এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায়।  এরপর ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সেদিন দক্ষিণের আর বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও আর কোনও বৃষ্টি হবে না।