আগামী ৩ জুন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে । মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৩ জুন। বিবৃতি জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলে দেখা যাবে ফলাফল । পাশাপাশি মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখতে পাবে শিক্ষার্থীরা । করোনার প্রকোপের পর এবছর আবার অফলাইনে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা । এবছর পরীক্ষা দিয়েছিল রেকর্ড সংখ্যার পরীক্ষার্থী । যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল :
www.wbbse.wb.gov.in , www.wbresults.nic.in , www.exametc.com , www.indiaresults.com www.results.shikha.com , www.schools9.com , www.jagranjosh.com , www.vidyavision.com www.fastresult.com