মন্ত্রিত্ব হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক। ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন হাবড়ার তৃণমূল বিধায়ক। বর্তমানে জেলবন্দি তিনি। এমতাবস্থায় আজ তাঁকে দুটি দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। তাঁর দফতর পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে ভাগ করে দেওয়া হল। জেলে যাওয়ার সাড়ে তিন মাস পর দফতরবিহীন জ্যোতিপ্রিয় মল্লিক । সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে পার্থ ভৌমিককে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রি-কনস্ট্রাকশনের অর্থাৎ শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বীরবাহা হাঁসদার হাতে তুলে দেওয়া হল স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনদফতরের দায়িত্ব। আজ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত।