জেলা

দিল্লিতে পেল প্রথম মহিলা মেয়র, পড়াতেন বিশ্ববিদ্যালয়ে

নতুন মহানাগরিক পেল দিল্লিবাসী। মেয়র নির্বাচিত হয়েছেন আপ প্রার্থী শেলি ওবেরয়। দিল্লি পুরসভা গঠনের পর এই প্রথম মেয়র পদে আসীন হলে কোনও মহিলা। বুধবার ছিল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন। কে এই শেলি ওবেরয়?  দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রাক্তন অধ্যাপক। দর্শন নিয়ে পড়াশোনা। ইন্দিরাগান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে ওই বিষয়ে গবেষণা। ডিগ্রি রয়েছে বাণিজ্যতেও। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেন। সুবক্তা হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ে শেলি ওবেরয়ের জনপ্রিয়তা রয়েছে। ইন্ডিয়ান কমার্স অ্যাসোসিয়েশনের আজবীন সদস্য। অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িত রয়েছেন শেলি। সেই সব কাজের দৌলতে পেয়েছেন একাধিক পুরষ্কার। লেখাপডায় ফল ছোট থেকেই ভালো। কলেজে ভাল ফল করায় পেয়েছিলেন কমলা রানি সম্মান। রাজনীতিতে যোগদানেই সাফল্য। ২০১৩-তে আম আদমি পার্টিতে যোগ দেন। দলের মহিলা শাখার সভাপতি হয়েছিলে শেলি। দিল্লি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৬ নম্বর ওয়ার্ড থেকে। ওয়ার্ডের বাসিন্দাদের কাছের মানুষ বলেই পরিচিত শেলি। তাই, ভোট জয় পাওয়া তাঁর কাছে বাধা হয়ে দাঁড়ায়নি।