কলকাতা

বাগবাজারে রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া! ২ মাস ধরে বৃদ্ধের পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার বাগবাজারে। এক বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসেছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। মৃতের নাম দ্বিগ্বিজয় বসু (৭০)। ঘটনাটি ঘটেছে বাগবাজার চক্ররেল সংলগ্ন এলাকার ক্ষীরোদ মঞ্জিল নামের একটি বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাগবাজারের এই ক্ষীরোদ মঞ্জিলে বাস করতেন বছর ৭০-এর দ্বিগ্বিজয়বাবু। বাজার-দোকান সব নিজেই করতেন। তবে গত কয়েকদিন ধরে  তাঁকে আর দেখতে পাননি প্রতিবেশীরা। শরীর খারাপ মনে করে প্রথমটায় কেউ গুরুত্ব দেয়নি বিষয়টিতে। এমনকী গত বেশ কিছুদিন ধরে তাঁর স্ত্রী বা মেয়েরও দেখা মিলছিল না। অবশেষে রহস্য ভেদ করল পচা গন্ধ। যা গতকাল, মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছিল। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা বুঝতে পারেন, দ্বিগবিজয়বাবুর বাড়ি থেকেই সেই গন্ধ ভেসে আসছে। থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিস গিয়ে দেখেন, বাড়ির ভিতর খাটের ওপর পড়ে রয়েছে দ্বিগবিজয়বাবুর কঙ্কালসার দেহ। গোটা শরীরে পচন ধরেছে। পাশেই বসে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে। শ্যামপুকুর থানার পুলিস এসে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। অসুস্থতাজনিত কারণেই বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের বলে প্রাথমিকভাবে  অনুমান পুলিসের। তাঁদের মাথার উপর আর কেউ নেই বলে এভাবে দেহ আগলে বসে ছিলেন বলে দাবি তাঁর স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন মেয়ের। পুলিসকে দেখে স্ত্রীর আরও দাবি তাঁর স্বামী এখনও জীবিত।  বহু চেষ্টা ও বোঝাবার পর পুলিস দ্বিগ্বিজয়বাবুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি  মৃতের স্ত্রী ও মেয়েকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।