জেলা

রামরাজাতলা প্রায় ৩ ঘণ্টা পর উঠল রেল অবরোধ

প্রায় তিন ঘণ্টা পর অবরোধ উঠল। বুধবার সন্ধ্যায় রামরাজাতলা রেল স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা। রাত ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধ রাত ১১টা নাগাদ উঠে যায় । এর জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়েছে রেল চলাচল। অবরোধের জেরে হাওড়ার কিছু ট্রেন ছাড়তে দেরি হয়েছে। দীর্ঘক্ষণ অবরধের জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, এই এলাকার বেশির ভাগ মানুষের যাতাযাতের ট্রেনই ভরসা। কিন্তু  রোজ দেরিতে চলছে লোকাল ট্রেন।কখনও আধ, কখনও এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। বিশেষ করে হাওড়া-আমতা লোকাল। যার জেরে প্রত্যেক দিন যাত্রীদের হয়রানি হচ্ছে। দিনের পর দিন এক ঘটনা। প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। অবরোধের জেরে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস থমকে যায়।ট্রেন অবরোধের জেরে আপ ও ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।