দেশ

লখনউয়ের একানা স্টেডিয়ামের হোর্ডিং ভেঙে পড়ল গাড়ির উপর, মৃত মা ও মেয়ে

লখনউয়ের একানা স্টেডিয়ামের হোর্ডিং ভেঙে মৃত মহিলা ও তাঁর মেয়ে। সোমবার তীব্র হাওয়ার জেরে একানা স্টেডিয়ামের বিশাল একটি হোর্ডিং ভেঙে পড়ে। ওই সময়ই সেখান থেকে গাড়িতে যাচ্ছিলেন প্রীতি জাগ্গি (৩৮) ও তাঁর কন্যা অ্যাঞ্জেল (১৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা একটি শপিং মলে কেনাকাটা করতে যাচ্ছিলেন। ওই গাড়ির উপরে ভেঙে পড়ে বিশাল হোর্ডিংটি। ঘটনায় মারা যান মা ও মেয়ে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক সরতাজেরও (‌২৮)‌ চোট লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতেরা গাজিপুরের ইন্দিরা নগর কলোনির বাসিন্দা। স্করপিও গাড়িতে তাঁরা সোমবার শপিং মলে যাচ্ছিলেন। একানা স্টেডিয়ামের দু’নম্বর ফটকের উপরে যে হোর্ডিং ছিল, সেটি তীব্র হাওয়ার জেরে হঠাৎ খুলে নীচে পড়ে। আর সোজা গিয়ে পড়ে গাড়িটির উপর। হোর্ডিংয়ের ভারে গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে যায়।  প্রসঙ্গত একানা স্টেডিয়ামের পুরো নাম ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম। আইপিএল সহ আন্তর্জাতিক ম্যাচও হয় সেখানে। সেই স্টেডিয়ামের হোর্ডিং ভেঙে ঘটল বিপত্তি। মারা গেল মা ও মেয়ে।