সাতসকালে পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। ওই যুবককে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তাঁর মা। কিন্তু শেষ রক্ষা হয়নি। যুবক তলিয়ে যায়। স্থানীয়রা ওই যুবকের মাকে উদ্ধার করে নদী থেকে। তলিয়ে যাওয়া যুবকের নাম বিজয় কুণ্ডু(২১)। উদ্ধারকাজের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে। ওই যুবকের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের ভাটাকুল এলাকায়।