প্রার্থী তালিকায় বিরাট চমক দিল তৃণমূল কংগ্রেস৷ একই সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিল প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে৷ কারণ এবার বহরমপুর কেন্দ্র থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল তৃণমূল৷ অতীতে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন ইউসুফ৷বলার অপেক্ষা রাখে না, তৃণমূলের প্রার্থী তালিকায় দু বার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা তৃণমূলের বড় চমক৷ ২০০৭-এ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১-তে ভারতের একদিনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন পাঠান৷ কেকেআর-এর হয়ে জি অধীরের গড় বহরমপুরকে দীর্ঘদিন ধরে পাখির চোখ করেছেন মমতা৷ এমন কি, কংগ্রেসের সঙ্গে জোট হলেও বহরমপুর আসনটি ছাড়তে রাজি ছিলেন না তৃণমূল সুপ্রিমো৷ স্থানীয় কোনও নেতার উপরে ভরসা না রেখে একেবারে ইউসুফ পাঠানের মতো তারকার উপরে ভরসা রাখল রাজ্যের শাসক দল৷ তার উপরে তিনি সংখ্যালঘু প্রার্থী৷ ফলে এবার যে অধীরের সামনে কঠিন চ্যালেঞ্জ, তা বলার অপেক্ষা রাখে না৷ শুধু ইউসুফ পাঠান নন, এবার জাতীয় দলের আরও এক প্রাক্তন ক্রিকেটারকে প্রার্থী করেছে তৃণমূল৷ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে৷