জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ সরকারি নিয়ম বহির্ভূত নিয়োগ আর নয়। স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনো ধরনের কর্মী নিয়োগের আগে অর্থদফতরের অনুমোদন নিতেই হবে। পৌরসভা গুলি নিজেদের মর্জিমাফিক আর কোনো নিয়োগ করতে পারবে না। পৌরসভা গুলিকে এই মর্মে সতর্ক বার্তা নবান্নর। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে যে, উন্নয়নের অর্থ দিয়ে বেতন দেওয়া যাবে না। নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সব পৌরসভাগুলিকে। এমনকি নিজস্ব আয় এর অর্থ দিয়েও দেওয়া যাবে না বেতন। এমন ঘটনা ঘটলে বন্ধ করে দেওয়া হবে উন্নয়নের জন্য নির্দিষ্ট বরাদ্দ অর্থ। প্রসঙ্গত কিছুদিন আগে হাওড়া জেলার প্রসাশনিক মূল্যায়ন বৈঠকে এই ধরনের নিয়োগ নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।