রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জে গণপ্রহারে মৃত্যু হল এক যুবকের। পুলিস প্রাথমিক তদন্তে জানিয়েছে, রাজলাল শাহ্ নামে ওই যুবক স্থানীয় দুষ্কৃতী। হ্যামিলটনগঞ্জের বাসরা নদীর পাড়ে অবস্থিত শ্মশানকালী মন্দিরের পুরোহিত অর্ধেন্দু দত্তের মেয়ের সঙ্গে সে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। প্রথমে অর্ধেন্দুর পরিবার এই সম্পর্কে রাজি হলেও পরে বেঁকে বসে। এরপরই ক্ষুব্ধ হয়ে ওই যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় মন্দিরে যখন পুজো করছিলেন অর্ধেন্দু তখন সেখানে ঢুকে ছুরি নিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে রাজলাল। পুলিস আরও জানিয়েছে, দাদাকে বাঁচাতে গিয়ে জখম হন অর্ধেন্দুর ভাই সমীরও। মন্দিরে ৩৫ বছর ধরে পুজো করা পুরোহিতের উপর হামলা হতে দেখে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাজলালকে পাকড়াও করে গণপ্রহার দিতে শুরু করে। খবর পেয়ে পুলিস গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। জখম অর্ধেন্দু এবং সমীর দত্ত আলিপুরদুয়ার হাসপাতালে চিকিত্সাধীন।