রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জে গণপ্রহারে মৃত্যু হল এক যুবকের। পুলিস প্রাথমিক তদন্তে জানিয়েছে, রাজলাল শাহ্ নামে ওই যুবক স্থানীয় দুষ্কৃতী। হ্যামিলটনগঞ্জের বাসরা নদীর পাড়ে অবস্থিত শ্মশানকালী মন্দিরের পুরোহিত অর্ধেন্দু দত্তের মেয়ের সঙ্গে সে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। প্রথমে অর্ধেন্দুর পরিবার এই সম্পর্কে রাজি হলেও পরে বেঁকে বসে। এরপরই ক্ষুব্ধ হয়ে ওই যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় মন্দিরে যখন পুজো করছিলেন অর্ধেন্দু তখন সেখানে ঢুকে ছুরি নিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে রাজলাল। পুলিস আরও জানিয়েছে, দাদাকে বাঁচাতে গিয়ে জখম হন অর্ধেন্দুর ভাই সমীরও। মন্দিরে ৩৫ বছর ধরে পুজো করা পুরোহিতের উপর হামলা হতে দেখে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাজলালকে পাকড়াও করে গণপ্রহার দিতে শুরু করে। খবর পেয়ে পুলিস গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। জখম অর্ধেন্দু এবং সমীর দত্ত আলিপুরদুয়ার হাসপাতালে চিকিত্সাধীন।
Related Articles
তৃণমূলের উপ-প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠানোর অভিযোগ
হক জাফর ইমাম, মালদা: তৃণমূল শাসিত পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামীর বিরুদ্ধে আবাস যোজনা টাকা অন্যের একাউন্টে পাঠানোর অভিযোগ উঠলো । শনিবার এমনটাই অভিযোগ তুলে বিডিও ও মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলার বাসিন্দা আনসারুল। তিনি অভিযোগ বেশ কিছুদিন আগে তুলসিহাটা পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় মেম্বার তার কাছ থেকে প্রয়োজনীয় […]
স্কুল ছাত্র যৌন লালসার শিকার শিক্ষকের
হক জাফর ইমাম, মালদা: স্কুলছাত্রকে যৌন লালসার শিকার হতে হল স্কুলেরই এক শিক্ষকের কাছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজারের মিল্কি এলাকায় মিল্কি এভারেস্ট স্কুলে। ঘটনাকে ঘিরে আবাসিক ওই স্কুলে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত অভিভাবকরা। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক।নিগৃহীত ছাত্র সপ্তম শ্রেণীর পড়ুয়া। তার অভিযোগ, শেখ একরামুল নামে ওই শিক্ষক তাকে একা পেয়ে […]
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। পুণ্যার্থীদের জন্য দু-রাত মন্দিরের দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মা তারার অপর নাম কৌশিকী এই অমাবস্যাতেই দৈত্য, শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন বলে কথিত আছে। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য এই অমাবস্যা তিথি পালিত হয়। পাশাপাশি, এই তিথিতেই সাধক বামাক্ষ্যাপাও তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে […]