কলকাতাঃ ইসকনকে ৭০০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার আর সেখানেই হেলিপ্যাড সহ বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি হবে। বৃহস্পতিবার কলকাতায় ইসকন মন্দিরে আরতির পর রথ যাত্রার সূচনা করে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৪৮ বছরে পড়ল ইসকনের রথযাত্রা। সেই উপলক্ষ্যে মন্দিরে পুজোর সময় উপস্থিত ছিলেন মমতা। আরতি শেষে মুখ্যমন্ত্রী জানালেন, মায়াপুরের ইসকন মন্দিরকে আগামী দিনে তীর্থকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার। সেই মতো মায়াপুর, নবদ্বীপকে ঢেলে সাজানো হচ্ছে। এদিন রথযাত্রার সূচনার সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান জৈন, তাঁর স্বমী নিখিল জৈন, টলিউড অভিনেতা সোহম, মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ তৃণমূলের নেতাকর্মীরা।
Related Articles
মৌলালির বস্তিতে আগুন
রবিবার মৌলালির একটি বেসরকারি স্কুল সংলগ্ন বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। যদিও আগুন বেশি ছড়িয়ে পড়েনি। ৪৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, বস্তির দু’টি ঘর পুরোপুরি পুড়ে গিয়েছে। কোনও কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দু’টি ঘর পাশাপাশি ছিল। সেই দু’টি ঘর পুড়ে গিয়েছে। সেখান থেকেই আগুন […]
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১১ হাজার ৫১৪, একদিনে সুস্থ ১৮ হাজার ৭৭৪
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৫১৪ জন। আর আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন অনেক বেশি। একদিনে সুস্থতার সংখ্যা ১৮ হাজার ৭৭৪ জন। যদিও সংক্রমণ কমার সাথে সাথে মৃত্যুর হার কমেনি। এদিনও ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন রোগী। সুস্থতার হার ৯১.৩২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা বেড়েছে […]
আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক, থাকছেন না বিজেপি-সিপিএম-কংগ্রেস
পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আগামীকাল মঙ্গলবার সর্বদলীয় বৈঠক । কিন্তু নবান্নের ওই বৈঠকে যোগ দিচ্ছে না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, থাকছে না কংগ্রেস এবং বামেরাও। সরকারের তরফে আমন্ত্রণ পাওয়ার পর বৈঠকে বসেছিল বামফ্রন্ট। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ওই সর্বদল বৈঠকে ফ্রন্টের কোনও শরিকই থাকবে না। এই সিদ্ধান্ত লিখিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও দেওয়া হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান […]