কলকাতা

কাশীপুরে ভেজাল মশলার কারখানা

কলকাতাঃ ফের ভেজাল মশলার কারখানার খোঁজ মিলল। এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ভেজাল মশলা । গ্রেপ্তার করা হয়েছে একজনকে । কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখান থেকে ৭০০ কেজি ভেজাল হলুদ গুঁড়ো, ৫০ কেজি ভেজাল জিরে গুঁড়ো, ৫০ কেজি ভেজাল গোটা ধনে, ১৫ কেজি ভেজাল ধনে গুঁড়ো, ৫০ কেজি খারাপ মানের চালের গুঁড়ো, ২৫ কেজি খাবারে ব্যবহারের অযোগ্য হলুদ রং, ১৫ কেজি আমচুর গুঁড়ো, ১৫ কেজি লাল লঙ্কা গুঁড়োর ভেজাল ডাস্ট উদ্ধার করে।