মালদা

দার্জিলিং মেলে শ্লীলতাহানির অভিযোগ জিআরপির বিরুদ্ধে, বিক্ষোভ

মালদহ: শিয়ালদহগামী দার্জিলিং মেলের মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল কর্তব্যরত জিআরপির বিরুদ্ধে। অভিযোগ, গোটা বিষয়টি জানিয়ে বুধবার মধ্যরাতে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে টালবাহানা করে মালদহ জিআরপি। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকেন যাত্রীরা। ট্রেনের মধ্যেই বিক্ষোভ দেখান তাঁরা। বাধ্য হয়েই শিয়ালদহ ফিরে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন যাত্রীরা।জানা গিয়েছে, দার্জিলিং থেকে ফেরার পথে দার্জিলিং মেল মালদহ স্টেশনে ঢুকতেই এক মহিলার গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে কর্তব্যরত জিআরপি দীপঙ্কর৷ অভিযোগ, শুধু ওই মহিলাই নন, ট্রেনের মোট চারটি কামরার মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে ওই জিআরপি। ঘটনাটি জানাজানি হতেই প্রতিবাদে সরব হন ট্রেনের যাত্রীরা। অভিযোগ, মালদহ জিআরপিতে অভিযোগ জানাতে গেলে তাঁরা টালবাহানা করে। এরপর অভিযুক্ত জিআরপিকে ঘিরে ট্রেনের ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। ইতিমধ্যেই বুধবার রাতের সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রেন শিয়ালদহ পৌঁছতেই অভিযোগ দায়ের করেন যাত্রীরা।