বিনোদন

দুয়া লিপার সঙ্গে দেখা করলেন বলিউড বাদশাহ

ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে মুম্বইতে এসেছেন বছর চব্বিশের এই পপ গায়িকা দুয়া লিপা। কেটি পেরির সঙ্গেই স্টেজ শেয়ার করবেন আজ। এই প্রথম কেটির সঙ্গে একই মঞ্চে গান গাইতে পেরে উচ্ছ্বসিত দুয়া। বলিউড বাদশাহ শাহরুখের অন্ধ ভক্ত দুয়া। শনিবার সকালে তিনি মুম্বই এয়ারপোর্টে নামেন।  আরব সাগরের তীরে এই বাণিজ্য নগরীতে পা রেখেই দুয়া লিপা জানিয়েছিলেন তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চান। দুয়ার সেই আবদার পূরণ করতে তাঁর সঙ্গে দেখা করলেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় দুয়ার সঙ্গে ছবিও শেয়ার করেন শাহরুখ। সেই সঙ্গে শনিবার সন্ধ্যায় নভি মুম্বইয়ের কনসার্টের জন্য দুয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দুয়ার কন্ঠস্বরেরও প্রশংসা করেন। শাহরুখ জানিয়েছেন সময় পেলে তিনি দুয়ার গানে পা মেলাবেন।

https://www.instagram.com/p/B47KCccFMJ3/?utm_source=ig_web_copy_link