কলকাতাঃ শহরজুড়ে প্রবীণদের এই হয়রানি রুখতে বিশেষ কর্মসূচি নিল কলকাতা পৌরনিগম ৷ আগামীকাল থেকে চালু হবে এই কর্মসূচি ৷
প্রবীণদের জন্য –
- সম্পত্তি করে থাকবে ১০ শতাংশ ছাড়।
- গাড়ি পার্কিংয়ের জন্য থাকবে পৃথক ব্যবস্থা ৷ সেই সঙ্গে থাকবে বিশেষ ছাড়
- বাড়ি তৈরির প্ল্যানে থাকবে ছাড়।
- কলকাতা পৌরনিগমের পার্কগুলিতে বসার জন্য করা হবে বিশেষ ব্যবস্থা
- চালু করা হবে হেল্পলাইন নম্বর ৷ যেখানে নিজের সমস্যার কথা জানানো যাবে সরাসরি।
- কলকাতা পৌরনিগমের অ্যাম্বুলেন্স পরিষেবার সুযোগ থাকবে
- এলাকাভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে পৌরনিগমের তরফে
- পৌর হাসপাতালগুলিতে ও PPP মডেলের হাসপাতালগুলিতে থাকবে বাড়তি সুযোগ।
অন্যদিকে, প্রবীণ নাগরিকদের অন্যতম সমস্যা পৌরসভার কাউন্টারগুলিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ৷ সেই সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷ পাশাপাশি কলকাতা পৌরনিগমের সকল অনুষ্ঠানে প্রবীণদের পৃথকভাবে আমন্ত্রণ জানানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে পৌর আধিকারিকদের নিয়মিত প্রবীণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলার কথাও বলা হয়েছে ৷