কলকাতা

ফের দেশের শীর্ষে বাংলা, জানালেন অমিত মিত্র

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ দেশের জিডিপি যখন গোঁত্তা খাচ্ছে, ঠিক তখনই দেশের নিরিখে জিডিপি বৃদ্ধির পয়লা নম্বরে বাংলা। এমনই তথ্য দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। নবান্নে এক সাংবাদিক সম্মেলনে  তিনি বলেন, দেশ তীব্র মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার সেখানে প্যারালাইসিস পলিসি নিয়ে চলছে। শিল্পপতিদের গ্রেফতার করতে চাইছে। এর বিরুদ্ধেও শিল্পপতিরা ধীরে ধীরে কথা বলতে শুরু করেছে। তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি আরও  বলেন, এই অবস্থায় আমাদের রাজ্য অনেক উন্নতি করেছে। সব রাজ্যের মধ্যে জিডিপি বৃদ্ধির হারে আমাদের

রাজ্য এক নম্বরে। বৃদ্ধির হার ১২% এর উপরে।  দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা। তিনি জানিয়েছেন, অটোমোবাইল সেক্টরে দেশের অবস্থাও খুব খারাপ। দুই চাকার গাড়ির ক্ষেত্রেও বৃদ্ধির হার নিম্নমুখী। অনেক ডিস্ট্রিবিউটর তাদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। তিনি আরও বলেন, হন্ডা, মারুতির মত সব বড় সংস্থার বৃদ্ধির হার নিম্নমুখী। তাদের বিক্রি কমেছে অস্বাভাবিক হারে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের মানুষের জন্যে এটা মোটেই ভালো বিষয় নয়। এতে আগামী দিনে কর্মসংস্থানের বড় সংকট তৈরি হবে। তিনি বলেন , কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিতে।