জেলা

বস্তিবাসী ও মৎস্যজীবীদের অভিযোগ শুনলেন, ঘরের মেয়ে মমতা

জ্যোতির্ময় দত্তঃ আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে বস্তির বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে যাওয়ার পথে হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক লেনের পুরনো বস্তির বাসিন্দাদের সাথে দেখা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সটান ঢুকে পড়েন পুরনো বস্তিতে। এ যেন তাদের ঘরের মেয়ে মমতা। মুখ্যমন্ত্রীকে দেখে তাঁরা যার পর নাই

হতবাক। বস্তিবাসীদের ঘরে গিয়ে তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনেন। তারপর বিস্ময় প্রকাশ করে বললেন, ৪০০ জনের জন্য মাত্র দুটো বাথরুম! এ ঘটনা আপনার সঙ্গে হলে কেমন লাগত? আপনারা পারতেন দিন কাটাতে? তিনি এরপর সাতদিনের মধ্যে সমস্যা সমাধানের কথা বলেন হাওড়া পুরসভার প্রশাসককে। এরপর হাওড়ায় প্রশাসনিক সভা সেরে দিঘাতে

পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এমনকী দিঘায় মৎস্যজীবীদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন তাঁদের সঙ্গে। রীতিমতো গল্প করতে দেখা যায় তাঁকে। ঠিক যেন তাদের ঘরের লোক। মৎস্যজীবীদের সঙ্গে বসে চাও খান তিনি।