সেফ ড্রাইভ সেভ লাইফের পদযাত্রায় ঝাড়গ্রাম জেলাশাসক ও পুলিশ সুপার
Posted onAuthorবঙ্গনিউজComments Off on সেফ ড্রাইভ সেভ লাইফের পদযাত্রায় ঝাড়গ্রাম জেলাশাসক ও পুলিশ সুপার
কার্ত্তিক গুহ, ঝাড়গ্রামঃ সোমবার ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রাঙ্গণ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের পদযাত্রা শুরু হয়। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ এবং পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ জেলা পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তারা পদযাত্রায় পা মেলান।