নয়াদিল্লিঃ আগামীকাল মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । গতকাল দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । তারপর আজ রায় দিল সুপ্রিম কোর্ট ৷ আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রোটেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রোটেম স্পিকার নিয়োগের পর বিধায়কদের শপথ । বিধায়কদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার । এরপর হবে আস্থা ভোট । বিচারপতি রামান্না বলেছেন, গণতন্ত্র রক্ষা করা বড় দায়িত্ব। বিধায়ক কেনা বেচা কখনই উচিত নয়। বিচারপতিরা বলেছেন, এনিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আগে দেবেন্দ্র ফড়নবিশকে আস্থা ভোট করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ে প্রবল ধাক্কা বিজেপির। উল্টোদিকে প্রবল খুশির হাওয়া বিরোধী শিবিরে।
একনজরে দেখে নেওয়া যাক আদালতে লাইভ আপডেট:
• বিধায়কদের শপথগ্রহণের পরেই হবে আস্থা ভোট
•প্রোটেম স্পিকার নিয়োগ করতে হবে। তিনিই আস্থা ভোট পরিচালনা করবেন।
•বিকেল পাঁচটার মধ্যে বিধায়কদের শপথ পাঠ করাতে হবে।
•গোপন ব্যালটে আস্থা ভোট করা যাবে না। তিনিই আস্থা ভোট পরিচালনা করবেন।
• খুব শীঘ্রই প্রোটেম স্পিকার নিয়োগ করতে হবে
•বিকেল পাঁচটার মধ্যে বিধায়কদের শপথ পাঠ করাতে হবে।
•গোপন ব্যালটে আস্থা ভোট করা যাবে না। সরাসরি সম্প্রচার করতেহবে।
•আগামিকালই মহারাষ্ট্রে আস্থা ভোট। অর্থাত্ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফডণবীস সরকারকে।
• বিধায়কদের শপথ এখনও হয়নি
• রায় পড়তে শুরু করেছেন বিচারপতিরা
• সুপ্রিম কোর্টে পৌঁছেছেন আরেক আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও
• সুপ্রিম কোর্টেপৌঁছলেন বিরোধী জোটের আইনজীবী কপিল সিব্বল