আজ ‘মন কি বাত’-এর অনুষ্ঠানে এসেও সেই প্রসঙ্গে খুলে কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি নিজের ছেলেবেলার স্মৃতির অ্যালবামের পাতা উল্টেও দেখলেন তিনি। জানালেন, ‘একসময় এনসিসি করতাম। এখনও আমি নিজেকে এনসিসি-ক্যাডেট মনে করি। সবার জানা উচিত, এনসিসি হল দুনিয়ার সবচেয়ে বড় যুব সংগঠন।’ সেই সঙ্গে বললেন রাজনীতিতে আসার নাকি ওনার কোন ইচ্ছাই ছিল না। নিজের ছোটবেলার স্মৃতিচারণা করতে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় তিনি প্রচুর বই পড়তেন। টিভি বা সিনেমা সে অর্থে কোনওদিনই খুব একটা দেখতেন না। এখনও খুব কমই টিভি দেখেন তিনি।’ প্রধানমন্ত্রী মস্করা করে বলেন, গুগল আসার পর তাঁর পড়ার অভ্যেস অনেকটাই কমে গিয়েছে। এদিন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে একাধিক ইস্যুতে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। অযোধ্যা মামলার রায়ের পর দেশবাসী যে ধৈর্য্যের পরিচয় দিয়েছেন সেজন্যও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।