গত ৫ আগস্ট মাসে কেন্দ্র সরকার জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে। তারপর থেকেই উপত্যকায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে উপত্যকার নিষেধাজ্ঞা নিয়ে ওঠা প্রত্যেক প্রশ্নের জবাব দিতে হবে জম্মু-কাশ্মীর প্রশাসনকে। এর আগেও কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারকে।