দেশ

নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী

৪ ডিসেম্বর নৌবাহিনী দিবস। তার ঠিক ২দিন আগে কোচিতে কাজে যোগ দেবেন নৌ-বাহিনীর প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী। ২ ডিসেম্বর ট্রেনিং শেষ হচ্ছে শিবাঙ্গীর। নৌবাহিনীর তরফে বলা হয়েছে, ‘‌স্নাতক শিবাঙ্গী নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট। মুজফ্‌ফরপুরের মেয়ে শিবাঙ্গী। স্কুলের পড়াশুনা মুজফ্‌ফরপুরের ডাভ পাবলিক স্কুলে।’‌
ভারতীয় নৌবাহিনীর অ্যাকাডেমিতে স্নাতক হওয়ার পর পাইলটের ট্রেনিং নেন শিবাঙ্গী। তারপর কাজও পান নৌসেনায়। পাইলট হিসেবে চাকরি আগেই পাকা হয়ে গিয়েছিল। এবার কাজে যোগ দেওয়ার পালা। স্বপ্ন পূরণ হচ্ছে শিবাঙ্গীর। জানা গেছে ২ ডিসেম্বরই ডর্নিয়ার এয়ারক্রাফ্ট চালাবেন শিবাঙ্গী।  চলতি বছরের মে মাসে ভারতীয় বায়ুসেনায় প্রথম মহিলা পাইলট ভাবনা কান্থ যুদ্ধবিমান মিগ-২১ চালিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। এবার ইতিহাস গড়ার পথে শিবাঙ্গীও। ‌