বিজেপি শিবিরে নাম লেখানোর পর ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন এনসিপি নেতা অজিত পওয়ার। একের পর এক বিধায়ক অজিতের সঙ্গ ছেড়ে ফিরছেন শরদ পওয়ারের শিবিরে। অন্তত, এনসিপি নেতাদের তেমনটাই দাবি। এনসিপি নেতা নবাব মালিকের দাবি, একে একে ৫২ জন বিধায়ক হয় পওয়ার শিবিরে ফিরে এসেছেন, নয় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তাঁরা ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন। কাকার পিঠে ছুরি মেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন অজিত পাওয়ার। টুইটে অজিত মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। সূত্রের খবর, ইডির তদন্তের হাত থেকে বাঁচতেই অজিত পাওয়ারের এই শিবির বদল। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগেই শরদ পাওয়ার, অজিত পাওয়ার সহ প্রায় ৭০ জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছিল ইডি। তার জেরেই অজিত পাওয়ারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।