জম্মু-কাশ্মীরে দুটি পৃথক স্থানে গ্রেনেড বিস্ফোরণে দুই বেসামরিক ব্যক্তি নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই দুটি হামলার ঘটনা ঘটেছে। অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে লক্ষ্য করে ছোঁড়া গ্রেনেড বিস্ফোরণের ফলে দুই জন নিহত ও অন্তত ৪ জন আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। তাছাড়া শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে একটি গ্রেনেড বিস্ফোরিত হলে দুই বেসামরিক ব্যক্তি আহত হন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গ্রেনেড হামলার সময় মানুষ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়েছিল।