দেশ

রাজ্যপালের চিঠি কাল সকালের মধ্যে জমা দিন, বিজেপিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

মহারাষ্ট্রের আস্থা ভোট নিয়ে ফের সোমবার শুনানি হবে বলে জানাল সর্বোচ্চ আদালত।  মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারি যে বিজেপিকে সরকার গড়তে ডেকেছিলেন, সেই চিঠি সোমবার সকালের মধ্যে আদালতে জমা দিতে বলল সুপ্রিম কোর্টের তিন বিচারপরির বেঞ্চ। মধ্যরাতে মহারাষ্ট্রের তখত দখল নিয়ে গত ২৪ ঘণ্টা ধরে দেশের রাজনীতি উত্তাল। কেউ বলছেন চাণক্যের মতো ঘুঁটি সাজিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, আবার কেউ বলছেন সংবিধানকে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে। দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ারদের শপথগ্রহণকে অসাংবিধানিক বলে আদালতের দ্বারস্থ হয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস। রবিবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেই শুনানিতেই আদালত মহারাষ্ট্র বিজেপিকে নির্দেশ দিল, রাজ্যপাল যে চিঠি দিয়ে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই চিঠি সোমবার সকালের মধ্যে আদালতে পেশ করতে হবে ফড়নবিশদের।  এদিনের শুনানিতে অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে দাবি করেন, যত দ্রুত সম্ভব বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক বিজেপি। প্রায় সওয়া এক ঘণ্টা শুনানির শেষে শীর্ষ আদালত ফের সোমবার সকালে শুনানি ধার্য করেছে।