বিনোদন

সিক্যুয়েল নয়, আসছে কাহানি-র প্রিক্যুয়েল

২০১২-তে ‘কাহানি’, আর ২০১৬-তে ‘কাহানি ২’। দুই ক্ষেত্রেই বক্স অফিসে ঝপড় তুলেছিল সুজয় ঘোষ পরিচালিত এই ফিল্ম। দুটি সিনেমাতেই সাসপেন্স থ্রিলার ছিল অবাক করার মতো। এবার আর সিক্যুয়েল নয় , কাহানির প্রিক্যুয়েল নিয়ে ভাবতে চলেছেন সুজয়। যদিও এবার আর তিনি নিজে ডিরেক্টরস সিটে বসবেন না। তার পরিবর্তে ছবিটি পরিচালনা করার কথা তাঁর মেয়ে দিয়া ঘোষের। ইতিমধ্যেই তিনি ‘বদলা’ ছবিতে সুজয়ের সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০১৮ সালে ‘নেইবারহুড টাইস’ নামে একটি ইংরেজি শর্টফিল্মেও কাজ করেছেন। কান চলচ্চিত্র উৎসবে সেটি দেখানোও হয়েছিল। তাই তিনি যে ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন, তা বলা যায় না। এই প্রিক্যুয়েলের ক্ষেত্রে নাকি আরও আক চমক থাকছে। শোনা যাচ্ছে, এই ছবিতে ডার্ক শেডে দেখা যাবে অভিষেক বচ্চনকে। কাহানি-র প্রধান চরিত্র বিদ্যা বাগচি আর তার স্বামী অর্ণব বাগচির অতীত কী? মিলন দামজিকে শিক্ষা দিতে বিদ্যার মাথায় এমন পরিকল্পনাই বা এল কোথা থেকে? এ সবই এবার উন্মোচিত হতে চলেছে কাহানি-র প্রিক্যুয়েলে। ‘কাহানি’ আর ‘কাহানি ২’, দু’টি ছবিতেই ছিলেন বিদ্যা বালান। তবে প্রিক্যুয়েলে বিদ্যাই থাকবেন নাকি অন্য কেউ অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। ২০২০ সালে ছবিটি ফ্লোরে যাবে বলে জানা গিয়েছে।