বুধবার কোচবিহারে অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোতয়ালি থানার পুলিস। ধৃতের নাম সৌরভ সিংহ রায়। তার বাড়ি দিনহাটার ছোট শালমারি এলাকায়। অভিযুক্তের কাছ থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এই অস্ত্রগুলি বিহারের বেগুসরাই থেকে নিয়ে আসা হয়েছিল। পুলিস এই বেআইনি অস্ত্র আমদানিতে বিহারযোগ খতিয়ে দেখতে শুরু করেছে।