জেলা

আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বিজেপি পঞ্চায়েত প্রধান

কৃষ্ণনগরে আর্থিক অনিয়মের অভিযোগে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার। ধৃতের নাম রামচন্দ্র সরকার। তিনি কৃষ্ণনগরের মুড়াগাছা গ্রামপঞ্চায়েতের প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি প্রকল্পে আর্থিক অনিয়ম করেছেন। গতকাল রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। ২০১৮ সালে বিডিওর অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যেই তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এই ঘটনায় শাসক-বিরোধী রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।