দেশ

বীরভূমের বোলপুরের বাস-টোটোর সংঘর্ষে মৃত ১

বীরভূমে বোলপুরের সিয়ানে বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষের মৃত্যু হল টোটো চালকের। মৃতের নাম রামমোহন চৌধুরী। উত্তেজিত জনতা দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে ভাঙচুরও চালায়। জানা যায় ওই বাসটি এদিন সকালে বোলপুর থেকে কাটোয়া যাচ্ছিল। বোলপুর বাসষ্ট্যান্ড থেকে বেরিয়েই বোলপুর সংলগ্ন সিয়ান হাসপাতালের কাছে একটি টোটোকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্ক মারে বাসটি। বাসের ধাক্কায় উল্টে যায় টোটোটি এবং ঘটনাস্থলেই মৃত্যু টোটো চালকের। গুরুতর জখম হন দুই টোটো যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এদিন দুর্ঘটনার পর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়া। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসটিতে। খবর পেয়ে ছুটে যায় বোলপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘাতক বাসটিকেও আটক করে পুলিশ। যদিও দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় বাস চালক।