দেশ

আদালতে পেশ করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে

গ্রেপ্তারির একদিন পর আদালতে পেশ করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রেসিডেন্ট চন্দ্রবাবু নাইডুকে। আজ বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী ব্যুরোর বিশেষ আদালতে পেশ করা হয় তাঁকে। চন্দ্রবাবু নাইডুকে কাল রাতভর সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। গতকাল ৩৭১ কোটি টাকার স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাঁকে আদালতে পেশ করা হয়েছে। শুনানি এখনও চলছে। উল্লেখ্য, আজ ভোরবেলা তাঁক শারীরিক পরীক্ষা হয়।